মিছিল আর পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আর মাত্র ৮ দিন বাকি। মিছিল আর পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা।
পুরো শহরজুড়ে ভোটের আমেজ। ৭ মেয়র ও ১৮২ জন কাউন্সিলর প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী-নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার-হাতি মার্কায় প্রচারণা চলছে বেশ জোরেশোরেই। থেমে নেই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও। সকাল ১০টায় ১১নম্বর ওয়ার্ড-এর ওয়াটার ওয়ার্কস রোড থেকে গণসংযোগ শুরু করেন সেলিনা হায়াৎ আইভি। গত ১০ বছরের নানা উন্নয়নের কথা তুলে ধরে আগামীর জন্য ভোট চান তিনি। অন্যদিকে, নানা অনিয়মের অভিযোগ করে ভোটারদের পাশে পাওয়ার আশা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমের খন্দকারের
























