মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার করা হয়েছে ১ জনকে
- আপডেট সময় : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সুদের টাকা আদায়ে গাজীপুরে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার করা হয়েছে ১ জনকে
বৃহস্পতিবার সকালে, মা-মেয়েকে একসঙ্গে গাছে বেঁধে নির্মম নির্যাতনের এই ঘটনা ঘটে গাজীপুরের কালিয়াকৈরে। ঘটনার সংগে জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সবুজ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মারতে মারতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে মা-মমতাজকে বের করে কয়েকজন। পরে রাস্তার পাশে গাছে বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন। স্কুল পড়ুয়া মেয়েকে নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে, শুরু হয় আরও অত্যাচার। এক পর্যায়ে মায়ের সঙ্গে একই রশিতে বেঁধে রাখা হয় মেয়েকেও। কালিয়াকৈরের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। ৮জনের নামসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। দেড় মাস আগে প্রতিবেশী গফুরের স্ত্রী কুলছুমের কাছ থেকে ১৭ হাজার টাকা সুদে ধারা নেন মমতাজ। সম্প্রতি গ্রাম্য সালিশে টাকা ফেরত দিতে একমাস সময় বেঁধে দিলেও এর আগেই এমন নির্যাতনের শিকার হন মা এবং মেয়ে।
















