মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোখা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
 - / ১৭৪৮ বার পড়া হয়েছে
 
কক্সবাজার উপকূল অতিক্রম করে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এসময় সেন্টমার্টিন লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন লণ্ডভণ্ড হয়ে গেছে। দ্বীপে গাছ চাপায় এক নারীসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। সকাল থেকে মোখার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সেন্টমার্টিন দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ইতোমধ্যে বাতাসের তীব্রতায় বেশিরভাগ বাড়ি ঘর ভেঙে গেছে। ধমকা হওয়া বইছে । ঝড়ের আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ।
																			
																		















