মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা

- আপডেট সময় : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর- হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ও দাম বাড়ার সাথে সাথে সংকট দেখা দিয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী কার্যকর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে পারছেন না ওষুধ ব্যবসায়ীরা। এতে করে জনগণের ভোগান্তি বাড়ার পাশাপাশি হিমশিম খাচ্ছেন ওষুধ ব্যবসায়ীরাও। পরিস্থিতি সামাল দিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে
দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। সেই সাথে অস্বাভাবিকভাবে বেড়েছে এর দামও। তারপরেও মিলছে না প্রয়োজন অনুযায়ী হ্যান্ড-স্যানিটাইজার এবং কার্যকর মাস্ক। চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের রপ্তানি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে না পেরে হতাশা প্রকাশ করেন ওষুধ ব্যবসায়ীরাও। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশে এ পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে চারজন। করোনার বিস্তাররোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরে অফিস-আদালতও বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।