মাশরাফীকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক দল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
মাশরাফী বিন মোর্ত্তজাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপের পর ইনজুরি বাদে প্রথমবার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন নড়াইল এক্সপ্রেস।
উইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হাসান ইমন। বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপে, বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে নজর কেড়েছেন বাহাতি এ ব্যাটসম্যান। প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শরীফুল ইসলাম। তবে, ২০ সদস্যের টেস্ট স্কোয়াডে নেই চমক। ইনজুরি শঙ্কা কাটিয়ে অধিনায়ক মুমিনুল, আবু জায়েদ রাহীরা আছেন স্কোয়াডে। ছয় পেসার আর চার স্পিনার আছেন দলে। প্রথমবার ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। এবারও জায়গা হয়নি মাহমুদউল্লাহর। ৭ জানুয়ারি বায়োবাবলে ঢুকবে বাংলাদেশ দল। ১০ জানুয়ারি থেকে শুরু অনুশীলন।




















