মালয়েশিয়া ফেরৎ এক ব্যক্তিকে তার বাড়িতে হোম-আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জ্বর ও কাঁশির উপসর্গ থাকায় জামালপুরে মালয়েশিয়া ফেরৎ এক ব্যক্তিকে তার বাড়িতে হোম-আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ গৌতম রায় জানান, রোববার ঢাকা থেকে সরাসরি মেলান্দহের গ্রামের বাড়িতে যান তিনি। সোমবার শরীরে জ্বর ও কাঁশির উপসর্গ দেখা দেয়। পরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে বিদেশ ফেরৎ হিসেবে, বাড়িতে পরিবারের কোনো সদস্যের সংস্পর্শ ছাড়াই অন্তত দুই সপ্তাহ আলাদা ঘরে থাকার পরামর্শ দেন। এছাড়া প্রতিদিন একজন করে স্বাস্থ্যকর্মী তার পর্যবেক্ষণে থাকবেন। তার শরীরে সামান্য জ্বর এবং কিছুক্ষণ পরপর কাঁশি হলেও করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি।