মালয়েশিয়া ঢুকতে না পেরে ফিরে এসেছে ৪ শতাধিক রোহিঙ্গা

- আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া সীমান্তে গিয়ে সে দেশে ঢুকতে না পেরে ফিরে এসেছে ৪ শতাধিক রোহিঙ্গা। বুধবার রাত ১০টার দিকে তারা বাহারছড়া শামলাপুরের জাহাজঘাটে পৌছুলে কোস্টগার্ড তাদের আটক করে। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলো।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার সোহেল রানা জানান, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে ওঠার সময় ৪ শতাধিকের মতো রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কিছুদিন আগে গোপনে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সে দেশে ভিড়তে না পেরে তারা আবার ফেরত আসে। টেকনাফের ইউএনও সাইফুল ইসলাম জানান, মালয়েশিয়া ফেরত ৪ শতাধিকের মতো রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ফেরত রোহিঙ্গাদের বেশিরভাগ নারী ও শিশু। উদ্ধারকৃতদের মধ্যে মোহাম্মদ জোবাইর জানান, প্রায় দু’মাস আগে ৪১২ জন রোহিঙ্গা ভর্তি তাদের ট্রলার সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেয়। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে আবার এখানে ফিরে আসে। সাগরে এতোদিন তারা ভাসমান ছিল। এ সময় তাদের ট্রলারে ২৮ জন মারা যায়। তারা টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে থাকতো বলে জানায়।