মালয়েশিয়ার পাম শিল্পে চলছে ৫ লাখ শ্রমিকের ঘাটতি

- আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ২০৪০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার পাম বাগানে চলছে ব্যাপক শ্রমিক ঘাটতি। দেশী শ্রমিকের অভাবে বিদেশী শ্রমিক-নির্ভর হয়ে পড়ায় এ মুহূর্তে পাম বাগানে ফল কাটাসহ কৃষি ও বনশিল্প খাতে দেশটি প্রায় ৫ লক্ষ শ্রমিকের ঘাটতিতে পড়েছে
দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রমিকরা এই ঘাটতির বড় অংশ পূরণ করে আসলেও এখন তারা এ খাতে চাহিদা অনুযায়ী শ্রমিক পাচ্ছে না। কারণ মালয়েশিয়ার পাম-বাগান মালিকরা শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দেয়ায় অনেক দেশই এখন আর মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে আগ্রহী না। এ অবস্থায় মালয়েশিয়ার বনশিল্প ও পণ্যমন্ত্রী দাতুক জুরাইদা কামরুদ্দিন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রমিকদের অপেক্ষায় না থেকে ভারত ও পাকিস্তানের মতো দেশ থেকে নতুন শ্রমিক আনার পরামর্শ দিয়েছেন সরকার ও বাগান-মালিকদের। তিনি বলেন, মালয়েশিয়া পাম বাগানসহ বিভিন্ন কৃষি ও বনশিল্প উৎপাদন খাত বিদেশি কর্মীদের উপর নির্ভর হয়ে পড়েছে। পাম অয়েলের বাগান সহ বিভিন্ন সেক্টরে ৫ লক্ষের বেশী শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। জনবহুল প্রধান দুই দেশের শ্রমিকদের উপর নির্ভর না করে ভারত-পাকিস্তানের মতো দেশের শ্রমিকদের জন্যও এই খাত উন্মুক্ত রাখার পরামর্শ দেন।