মালেশিয়ায় খুলছে শ্রমবাজার : শ্রমিক পাঠাতে পারবে সব রিক্রুটিং এজেন্ট

- আপডেট সময় : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মালেশিয়ায় নতুন করে বাংলাদেশের শ্রমবাজার সৃষ্টি হচ্ছে। সব রিক্রুটিং এজেন্টকে দায়িত্ব দিতে কাজ করছে সরকার। গুজবে কান না দিয়ে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উড়োজাহাজের ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এতে, ব্যবসায়ীরা বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে।
মালেশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটমেন্ট এজেন্সি ব্যবসায়ীদের মধ্যে নানা শংকা কাজ করছ বলে জানান সংশ্লিষ্টরা।
জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। এতে কান না দিয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান বাড়াতে কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্য দেশগুলোর উড়োজাহাজের ভাড়া বাড়ানো ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
মন্ত্রী আরো বলে, প্রবাসীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়। তা বন্ধে ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস ঘোষনা দেওয়ার আহ্বান জানান, পররাষ্ট্রমন্ত্রী।