মালিক-শ্রমিক দ্বন্দ্বে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মালিক-শ্রমিক দ্বন্দ্বে নওগাঁয় দ্বিতীয়দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
মালিক ও শ্রমিকদের দ্বন্দের জেরে নওগাঁয় দ্বিতীয় দিনেরমত বন্ধ রয়েছে বাস চলাচল। অভ্যন্তরীন রুট ছাড়াও বন্ধ রয়েছে দূর পাল্লার বাস। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জোর করে দূর পাল্লার রুটে শ্রমিকদের নিজস্ব বাস চালানোর প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল থেকে ধর্মঘটের ডাক দেন মালিকরা। যদিও শ্রমিকদের পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন বলা হচ্ছে।