মার্কিন শুল্কনীতি রপ্তানি খাতে চাপ সৃষ্টি করবে: ব্যবসায়ী নেতাদের আশঙ্কা

- আপডেট সময় : ০৪:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
মার্কিন শুল্কনীতি দেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করছেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দিচ্ছেন তারা। এদিকে, দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল ১৫ শতাংশ। তবে নতুন করে ৩৫ শতাংশ আরোপে তা দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত। কেননা এ খাতে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহৎ এ রপ্তানি পণ্যে কী প্রভাব পরতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্কহার কমিয়ে এনেছে ২০ শতাংশে, যা বাংলাদেশের চেয়ে ১৫ শতাংশ কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন কি না। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
নতুন শুল্কনীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কুটনৈতিক যোগযোগ বৃদ্ধি ও সমঝোতার ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের শুল্কনীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। শুল্কের প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য সমন্বয়ের তাগিদ তাঁদের।