মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে : মার্কিন রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।
সাভারের আশুলিয়ায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধনকালে একথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অনেক ভালো। যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারী ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ বেক্সিমকো গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।