বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ১২:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য মানবাধিকার ইস্যুকে ব্যবহার করা উচিত নয়, বরং বৈশ্বিক মানবাধিকারের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন–বিশ্বজুড়ে সমতা, ন্যায্যতা ও স্বাধীনতা। যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে, জনগণের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সংবিধান সবার মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। সবাইকে আইনগত সুরক্ষা প্রদান ও সুবিচার নিশ্চিত করতে গত এক দশকে বাংলাদেশের আইনি ব্যবস্থার তাৎপর্যপূর্ণ সংশোধন করা হয়েছে। বাংলাদেশে সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে বলে তার ভাষণে উল্লেখ করেন তিনি।
বাইরের দেশ থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ভাষণ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের নানা কর্মকাণ্ডের কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, সব তথ্যই ভাল করে দেখতে হবে। যারা স্যাংশন দেয়, তারা তা দেখবে, একদফা দেখবে না। আর যদি আওয়ামী লীগকে টার্গেট করা হয় তাহলে বলার কিছু নেই।

 
																			 
																		























