মার্কিন নিষেধাজ্ঞায় দিশেহারা হয়ে সরকার লবিস্ট নিয়োগের কাহিনি প্রচার করছে : ড. খন্দকার মোশাররফ

- আপডেট সময় : ০৭:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মার্কিন নিষেধাজ্ঞায় দিশেহারা হয়ে সরকার বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগের কাহিনি সামনে এনেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতেই নির্বাচন কমিশন গঠনে আইন করতে যাচ্ছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
সম্প্রতি একাধিক মন্ত্রী অভিযোগ করেছেন, সরকারকে বিপদে ফেলতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। দেশের আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ টাকা পাচারেরও অভিযোগ করে তারা। এর জবাব দিতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপি নয় সরকারই তাদের ইমেজ ধরে রাখতে বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে। জনগনের দৃষ্টি ঘুরাতে বিএনপির বিরুদ্ধে কল্পিত অভিযোগ তুলছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
এর আগে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন আইন জনগন মানবে না।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার কর্মকর্তাদের এখনো পুলিশের নেতৃত্বে রাখা হয়েছে। এতে করে পুলিশ বাহিনীও ইমেজ সংকটে পড়তে পারে বলে শংকা জানান তিনি।
শান্তিরক্ষী মিশন থেকে রেবকে বাদ দিতে জাতিসংঘের কাছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আবেদন করেছে। এ ঘটনায় দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।