মামলা সংক্রান্ত জটিলতায় শুরু হয়নি গাংনী উপজেলার তিনটি সড়কের কাজ

- আপডেট সময় : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
টেন্ডার হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও, মামলা সংক্রান্ত জটিলতায় শুরু হয়নি মেহেরপুর গাংনী উপজেলার তিনটি সড়কের কাজ। ঠিকাদাররা বলছে, কার্যাদেশ না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। স্থানীয় সংসদ সদস্য জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে, খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
মেহেরপুরের বামুন্দী-কাজিপুর সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একই অবস্থা জেলার গাংনী উপজেলার কাথুলী-কাজিরপুর ও মোহাম্মদপুর-চরগোয়ালগ্রাম সড়কেরও।
২০১৮ সালের ৩ অক্টোবর মেহেরপুরের ৯টি সড়কের দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। লটারির মাধ্যমে তিনটি সড়কের কাজ পায় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি ছ’টির কাজ পান স্থানীয় ঠিকাদার। স্থানীয়রা কাজ শুরু করলেও, বাকিগুলো এখনও শুরু হয়নি। ফলে, নানা বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
ঠিকাদরারা বলছেন, কোনো কারণ ছাড়াই তাদের কাজ বাতিল করেছে এলজিইডি। এ জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যেতে চায় এলজিইডি কর্তৃপক্ষ।
স্থানীয় সংসদ সদস্য জানান, সবার সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।