মান বাঁচানোর মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মান বাঁচানোর মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইট-ওয়াশ এড়াতে মিরপুরে দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম ম্যাচে কিছুটা পারলেও ব্যর্থতার মিছিলে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সর্বনিম্ন লড়াইটুকুও করতে পারেনি ডোমিঙ্গোর দল। যার খেসরাত শুধু সিরিজ খুইয়েই নয়, হোয়াইট-ওয়াশের লজ্জা এখন চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে। ইনজুরির কারণে খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। এ ম্যাচে অভিষেক হতে পারে পারভেজ হোসেন ও কামরুল ইসলাম রাব্বির। অন্যদিকে, সিরিজ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের লক্ষ্য- বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। ২০১৫ সালে এই মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইট-ওয়াশ হয়েছিলো পাকিস্তান। ভিন্ন ফরম্যাট হলেও ৬ বছর পর যার কড়ায়-গন্ডায় শোধ নিতে চাইবে সফরকারীরা।