মানুষ নির্বাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করছে: জি এম কাদের

- আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বর্তমানে এ দেশের মানুষ নির্বাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি । গ্রহণযোগ্য নির্বাচনই না হলে দেশে গণতন্ত্র ও কোন রাজনৈতিক দলও থাকবে না বলে মত দেন জিএম কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সাথে মতবিনিময় সভায় অংশ নেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বলেন, এই সরকার নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছে যে, মানুষ এখন ভোট দিতে কেন্দ্রে যেতে চায় না। আবার সরকারও চায় না- কেউ কেন্দ্রে আসুক। মানুষের ভাগ্য পরিবর্তনে- নির্বাচনকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের বহিষ্কার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে জনগণের অধিকার আদায় করতে দলের নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।