মানুষ দুর্বিষহ জীবন যাপন করলেও আ’লীগ নেতারা চলছেন রাজার হালে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করলেও আওয়ামী লীগ নেতারা চলছেন রাজার হালে। তাই সাধারণ মানুষকে রক্ষায় এখনই এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্য কোনো কিছুই জনগণ মেনে নেবে না।
দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে তার দল। এ আন্দোলনে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ ভিন্ন আঙ্গিকে ভিন্ন মোড়ক দিয়ে একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করেছে বলেও জানান মির্জা ফখরুল। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ-সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।