মানুষ আধিপত্যবাদ দেখতে চায় না, মানবিক দেশ দেখতে চায় : জামায়াত আমির
- আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ কোন আধিপত্যবাদ-ফ্যাসিবাদ দেখতে চায় না, একটা মানবিক বাংলাদেশ দেখতে চায়। এসময় আসন্ন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রকারীদের জুলাইয়ের মতো প্রতিহতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তারা এসব কথা বলেন। অন্যদিকে, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, একদল প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বলে, গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমন দ্বিমুখী আচরণ মানুষ মেনে নেবে না।
নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে সকাল থেকে কুমিল্লার নেতাকর্মীরা মিছিল নিয়ে চৌদ্দগ্রাম জেলা পরিষদ মাঠে আসতে শুরু করে। সকাল ৯টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।
এরপর সকাল ১১টায় ১১ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসময় স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে গ্রহণ করে নেয়।
এরপর মঞ্চে উঠেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, একটি দলের প্রকাশ্যে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচারণার দ্বিমুখী আচরণ মানুষ মেনে নেবে না।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট সরকার গঠন করলে জুলাই গণহত্যা ও হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে।
সবশেষে মঞ্চে উঠেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তারা কোন আধিপত্য দেখতে চায় না, ফ্যাসিবাদ দেখতে চায় না, একটা মানবিক বাংলাদেশ দেখতে চায়। এই মানবিক বাংলাদেশ গড়তে হলে ১২ তারিখে ১১ দলের মনোনীত প্রাথীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এসময় জামায়াতের আমির বলেন, ১৮ কোটি মানুষ বিজয়ী হলেই জিতে যাবে ১১ দলীয় জোট।





















