মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ দূর হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
প্রত্যেক মানুষের মাঝে হিংসা বিদ্বেস দূর হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থার আয়োজনে এক সভায় একথা জানান পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন বঙ্গবন্ধু বিশ্বাস করতেন দেশের উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন যেখানে অশান্তি তার মূলে রয়েছে হিংসা বিদ্বেষ। এসব দূর করা গেলে চিরস্থায়ী শান্তি অর্জন সম্ভব। এমন একটি প্রস্তাব তিনি জাতিসংঘে দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন দেশে শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকার নানা উদ্যোগ নিয়েছে।