মানুষের ভোটাধিকার নিশ্চিত করে সরকারকে পদত্যাগের দাবি বিএনপির

- আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ বলেছেন, আওয়ামী লীগ মানবাধিকার,গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই দলের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে তাদেরকে পদত্যাগ করার দাবি জানান তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার আয়োজিত ভোটের অধিকার চাই শীর্ষক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এসময় বেগম খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি। বলেন বেগম খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে। একইসময় জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া আওয়ামী লীগের অস্তিত্ব বিলীনের পথে। তাই হাসিনা সরকারকে দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। দুর্নীতি-অনিয়ম করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা সরকারকে অচিরেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।