মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে : আ.স.ম আব্দুর রব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব।
সকালে রাজধানীর ইন্জিনিয়ারস ইন্সটিটিউটে বাংলাদেশ জাসদের কাউন্সিল অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, কর্তৃত্ববাদী স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। সারা দেশ থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী সমর্থক কাউন্সিলে উপস্থিত ছিলেন।