মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হলো দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

- আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৫২০ বার পড়া হয়েছে
জুলাই মাসের শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই পুনর্জাগরণ’। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে শুরু হয় এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতা।
‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এই আয়োজনে গান, কবিতা, আবৃত্তি, ও নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, গণআন্দোলনের ইতিহাস এবং দেশপ্রেমিক সংগ্রামের গল্প তুলে ধরা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা।
পুরো দিনের এই আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকছে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোন প্রযুক্তিনির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনাও। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করা এবং ইতিহাস সচেতনতা বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য।