মানিকগঞ্জ ও ঝিনাইদহ থেকে দু’জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও ঝিনাইদহ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে প্রীতি আক্তার নামে ৯ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মহেশপুরের বাঘাডাঙ্গা ও পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বল্লবাড়িয়া এলাকার মাঝে অবস্থিত ইছামতি নদীর বাংলাদেশ অংশে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।















