মানিকগঞ্জ ও ঝিনাইদহে ৪৩৫ জন কোয়ারেন্টাইনে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও ঝিনাইদহে ৪৩৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মানিকগঞ্জে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন বেড়ে মোট ২৫৪ জন বিদেশ ফেরতকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ২৫৪ প্রবাসীর কারও করোনাভাইরাসের উপসর্গ না পাওয়া গেলেও সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালে তৈরি রাখা হয়েছে ১৭ বেডের আইসোলেশন ইউনিট। এছাড়াও প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।
ঝিনাইদহে ইতালী ও চীনসহ বিভিন্ন দেশ থেকে ৩৬ প্রবাসিসহ ১৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে রেখে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।