মানিকগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়েছে।
সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস। উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সদর উপজেলা দল ও হরিরামপুর উপজেলা দল অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্ণামেন্টে জেলার ৭টি উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। এসময় পৌর মেয়র মোহাম্মদ রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন।