মানিকগঞ্জে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে চাষিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে চাষিরা। বন্যার পানি নামতে দেরি হওয়ায় এ বছর আবাদ পিছিয়েছে প্রায় একমাস। দেরি হলেও আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছে তারা।
কয়েক দফা বন্যায় মানিকগঞ্জে পেঁয়াজের আবাদ পিছিয়েছে প্রায় এক মাস। জেলার পাঁচ হাজার ৯৫৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, কৃষি বিভাগ। ইতিমধ্যে দু’হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। সার, বীজ, কীটনাশকসহ কৃষি শ্রমিক মিলিয়ে বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। বিঘা প্রতি ফলন হবে ৪০ থেকে ৪৫ মণ। গত বছরের তুলনায় এবার আবাদে খরচ বেড়েছে।
লাভজনক হওয়ায় গ্রীষ্মকালেও পেঁয়াজ চাষের পরিকল্পনা করছে বলে জানায়, কৃষি বিভাগ। পেঁয়াজ চাষে এবছর ভাগ্য ফিরবে বলে আশা করছে, স্থানীয় চাষিরা।


























