মানিকগঞ্জে পদ্মায় সীমানা লঙ্ঘন করে চলছে অবৈধ বালু উত্তোলন

- আপডেট সময় : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে সীমানা লঙ্ঘন করে চলছে অবৈধ বালু উত্তোলন। ১০টি ড্রেজার দিয়ে বয়ড়া ইউনিয়নের অংশে প্রতিদিন তোলা হচ্ছে অনুমোদনের বহু গুণ বেশি বালু। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অপতৎপরতা।এতে একদিকে যেমন নদী ভাঙনের শঙ্কা বাড়ছে, তেমনি ড্রেজিংয়ের চাপে ঢেবে যাচ্ছে কোটি টাকার জিও ব্যাগ।
চলতি বছরের ২৯ মে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার লেছড়াগঞ্জ ঘাটে বালুমহাল ইজারা পায় ফরিদপুরের মিথিলা এন্টারপ্রাইজ। বালু উত্তোলনের সীমানা নির্ধারণ করা থাকলেও তোয়াক্কা না করেই প্রায় ১ কিলোমিটার দূরে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলছে বালু উত্তোলন। অনুমতি রয়েছে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার ঘনফুট বালু উত্তোলনের কিন্তু তোলা হচ্ছে প্রায় ৩ লাখ ঘনফুট বালু।
অনিয়ন্ত্রিত উত্তোলনে নদী শাসনে ব্যবহৃত কোটি টাকার জিও ব্যাগ দেবে যাচ্ছে। আর হুমকির মুখে পড়ছে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো।
অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের দাবি, নিয়ম মেনে সার্ভেকৃত জায়গা থেকেই বালু উত্তোলন করা হচ্ছে।
অন্যদিকে প্রশাসনের দাবি, নির্ধারিত এলাকার বাইরে কেউ বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন না থামালে ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।