মানিকগঞ্জে করোনা উপসর্গে নারীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন বলে দাবি করেছে স্বজনেরা।
সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে উপ-পরিচালক বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। নিহত নারী ৭ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং পেটের অসুখে ভুগছিলেন। এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে