মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে বিশেষ অবদান রাখায় ১৬ সদস্যকে বাইসাইকেল, ৫ জনকে সেলাই মেশিন ও ৪০ জনের মাঝে ছাতা বিরতণ করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আনসার ও ভিডিপি’র ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা। বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. এফতেখারুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খাঁন, আনসার ও ভিডিপি’র সদর দফতরের পরিচালক তাসনিক আরা, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধূরী, মানিকগঞ্জের আনসার ব্যাটালিয়ন-৩৮ এর পরিচালক সৈয়দ ইফতেহার আলীসহ অনেকে। সমাবেশে জেলার আনসার ও ভিডিপি’র ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।