মানিকগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স ও পথচারীদের মাঝে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পথচারীদের মাঝে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করেছে সোসাইটি অফ ডক্টরস এন্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ।
সকালে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দের হাতে মাস্ক ও দুটি পালস অক্সিমিটার সংগঠনের পক্ষ থেকে তুলে দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতি হামীম আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সমন্বয়ক ফাহিম মির্জা উপস্থিত ছিলেন। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মাস্ক বিতরণ করেন সংগঠনের কর্মীরা। পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পয়েন্টে চলাচলরত মাস্কবিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।