মানিকগঞ্জের শিবালয়ে যুবককে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের শিবালয়ে এক যুবককে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম রমজান আলী। তিনি আগ শিমুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ কবির বলেন, রমজান গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে অসুস্থ মাকে দেখার জন্য তিনি বাড়ি আসার পথে দুরবৃত্তরা জবাই করে হত্যা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।























