মানিকগঞ্জের টেক্সটাইল মিলের পরিচ্ছন্ন কর্মী জুলহাসকে হত্যার অভিযোগে চারজন আটক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের টেক্সটাইল মিলের পরিচ্ছন্ন কর্মী জুলহাসকে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলের জুলহাসকে তারই ৪ সহকর্মী পায়ু পথে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঢাকার সোহরাওর্দী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান। এ ব্যাপারে নিহত জুলাহাসের স্ত্রী জুলেখা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

 
																			 
																		























