মানসম্মত শিক্ষা ও টেকসই উন্নয়নের ধারাকে গতিশীল করে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান
- আপডেট সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শিক্ষক-শিক্ষার্থী এক হয়ে মানসম্মত শিক্ষা ও টেকসই উন্নয়নের ধারাকে গতিশীল করে সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলার আলোচনায় এমন আহবান জানান তারা।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলার আয়োজন কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে।
উইলস ইউনাইটেড স্টুডেন্টসের আয়োজনে শুরুতেই স্মৃতিচারণ করেন প্রাক্তণ ও বর্তমান শিক্ষকরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্যও দেন তারা। পরে, বিভিন্ন ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা মঞ্চে উঠে স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। আলোচনাশেষে প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।




















