সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে

- আপডেট সময় : ০৭:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য।
দুপুরে টিএসসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনা দুর্যোগে ডাকসু সদস্য তানভীন হাসানের ১০০ দিন ধরে অসহায় ভাসমান মানুষের প্রতিদিন খাবার বিতরণ কর্মসূচিতে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্ম লগ্ন থেকে আজ অবধি বিগত সত্তর বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ। দলের নেতাকর্মী,জনপ্রতিনিধি এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।