মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করছে বিএনপি : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, মানবাধিকার দিবস ঘিরে কর্মসূচির নামে নাশকতার করার চেষ্টা করছে বিএনপি। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচনে অটল থাকবে আওয়ামী লীগ।
দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনকে ঘিরে দেশী বিদেশি চাপ থাকলেও আওয়ামী লীগ বিচলিত নয় উল্লেখ করে তিনি নির্বাচন পরবর্তী দেশে দুর্ভিক্ষের আশঙ্কা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন না জানিয়ে, যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা চালাচ্ছে তাদের উপরই নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এসময় নির্বাচনের পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধভাবে বিএনপির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান ওবায়দুল কাদের।