মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁ জামায়াতের রেজাউল করিমসহ তিন জনের ফাঁসির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁ জেলা জামায়াতের সাবেক আমীর মোহাম্মদ রেজাউল করিম মন্টুসহ তিন জনের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মন্টু ছাড়া অপর দুই আসামি হলেন- নজরুল ইসলাম ও শহীদ মণ্ডল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করেন। গত ২৯ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় রেজাউল করিম মন্টুসহ তিন জনের রায় ঘোষণার জন্য ৩১ মে দিন ধার্য করা হয়। ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত শুরু হয়। তদন্তে মোট ৩১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।