মাধবঘাটে ছোট যমুনা নদীতে সেতু না থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
জয়পুরহাটের মাধবঘাটে ছোট যমুনা নদীতে সেতু না থাকায়, ভোগান্তির শিকার হচ্ছে পাঁচ ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষ। জেলা শহরে যেতে হলে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয় গ্রামবাসীকে। দ্রুত সেতু নির্মাণের দাবি জানান জনপ্রতিনিধিরাও।
জয়পুরহাটে ছোট যমুনা পারাপারে মাধব ঘাট এলাকাবাসীর একমাত্র ভরসা ছোট ডিঙ্গি নৌকা। ভরা বর্ষায় শহরে যেতে চরম বিপাকে পড়েন তারা। প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয় ঘাটের আশপাশের প্রায় ৫০ গ্রামের মানুষকে। সেতু না থাকায়, ক্ষোভ জানান এলাকাবাসী।
দ্রুত সেতু নির্মাণের দাবি জানান, স্থানীয় জনপ্রতিনিধিও।
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি।
জনদুর্ভোগ কমাতে সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়ার আশা করে এলাকাবাসী।






















