মাদারীপুরে হঠাৎ করেই আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন দেখা দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মাদারীপুরে হঠাৎ করেই আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন দেখা দিয়েছে। সকালে সদর উপজেলার উত্তর পাঁচখোলা এলাকার ১০টি বসতঘর ও ৪শ’ মিটার সড়ক আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদে পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙ্গন। সড়ক নদে বিলীন হওয়ায় যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এমনকি এখনো রয়েছে ভাঙ্গন আতঙ্ক। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ ইট, সুরকি ও বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা পর্যাপ্ত না হওয়ায় দ্রুত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগীরা।













