মাদারীপুরে মাস্ক না পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ১৫ জনকে আটক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
 - / ১৫৬৩ বার পড়া হয়েছে
 
মাদারীপুরে মাস্ক না পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সকালে অভিযান চালিয়ে শহরের শকুনী লেক এলাকা থেকে তাদের আটক করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম মিঞা জানান, করোনারোধে সামাজিক দুরুত্ব বজায় রাখা ও সবার জন্য বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিতকরণ বিষয়ে প্রচার-প্রচারনা চালায় পুলিশ এ সময় মাস্ক না পড়ে রাস্তাঘাটে-জনসম্মুখে চলাচল করায় তাদেরকে আটক করা হয়। পরে করোনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়। পরে আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় হয়।
																			
																		














