মাদারীপুরে মাসের পর মাস ভূতুড়ে বিদ্যুৎ বিল

- আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মাদারীপুরে মিটার রিডাররা বাসা-বাড়িতে না গিয়ে বিদ্যুৎ বিল তৈরি করায় গ্রাহকের হয়রানি কমছেনা। মাসের পর মাস ভূতুড়ে বিল পরিশোধের অভিযোগ উঠেছে। ভোগান্তি নিয়ে সচেতন দু’একজন গ্রাহক বিল সংশোধন করলেও, বেশিরভাগই প্রতারিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, অভিযোগ পেলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়।
মাদারীপুর পৌর এলাকা পাকদীর বাসিন্দা আনোয়ার হোসেন। তার বাড়িতে মাসে ১৫’শ থেকে ১৭’শ টাকা বিদ্যুৎ বিল আসছে কয়েক বছর ধরে। কিন্তু, গত তিন মাস ধরে আসছে সাড়ে চার হাজার টাকার উপরে। অভিযোগ জানান, ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মাদারীপুর অফিসে।
এরকম শত শত মানুষ হয়ারনির শিকার হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। গ্রাহকের বাসা-বাড়িতে গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরির কথা থাকলেও, কর্তৃপক্ষ তা মানছেনা। মিটার-রিডাররা অফিসে বসেই মনগড়া বিল তৈরী করছেন। দু-একজন গ্রাহক সংশোধন করে নিলেও, বেশিরভাগই বাধ্য হয়ে অতিরিক্ত বিল পরিশোধ করছেন।
কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হয়।
মাদারীপুর অফিসের আওতাধীন ২৬ হাজার গ্রাহকের জন্য আছে আট জন মিটার-রিডার। এর আগে কাজে অবহেলার কারনে বেশ কয়েকজন মিটার-রিডারকে বরখাস্ত করা হয়েছে।