মাদারীপুরে ফাইজার ভ্যাকসিন না পাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাংচুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মাদারীপুরে করোনা ভাইরাসের ফাইজার ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ করেছে বঞ্চিত শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় তারা। নতুন ভ্যাকসিন না আসা পর্যন্ত তাদের আর কোন টিকা দেয়া সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ।
সকালে জেলা সদর হাসপাতালের ৬ তলা নতুন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ শিক্ষার্থী করোনার ভ্যাকসিন দিতে সদর হাসপাতালে আসে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জন্য বরাদ্দে রাখা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এতেই ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।