মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ বেপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
 - / ১৫৫২ বার পড়া হয়েছে
 
জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ সুলতান বেপারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মিঠাপুর গ্রামের সুলতান বেপারীর সাথে একই গ্রামের আব্দুল আলী বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল আলীর নেতৃত্বে সুলতান বেপারীর উপর অতর্কিত হামলা চালায় ইব্রাহীম, দোলোয়ার, মিজানসহ বেশ কয়েকজন। পিটিয়ে আহত করা হয় সুলতানকে। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন ভর্তি করে সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
																			
																		














