মাদারীপুরে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে উচ্চ ফলনশীল বারি সরিষা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
ভোজ্য তেলের চাহিদা পূরনে মাদারীপুরে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে উচ্চ ফলনশীল বারি সরিষা। একই খরচে নতুন এই জাতের সরিষার ফলন হয় তিন/চার গুন বেশি। লাভের মুখ দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে।
মাদারীপুরের এক ফসলি জমিতে এখন কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বছরে তিনটি ফসল ফলানো হচ্ছে। একটি প্রকল্পের আওতায় একই জমিতে পরিকল্পিতভাবে মুগডাল, আমন ধান ও উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ ও বারি-১৭ সরিষা আবাদ করে তিন গুন লাভ পাচ্ছে কৃষক।
আধুনিক পদ্ধতিতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত সল্প মেয়াদী উচ্চ ফলনশীল জাতের ফসল চাষে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে মনে করেন, প্রকল্প পরিচালক। নতুন পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করতে আরো বেশি প্রচারনা ও হাতে-কলমে শেখানো প্রয়োজন বলে জানায় কৃষক সমাজ।