মাদারীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মাদারীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
উপজেলার বাঁশগাড়ী এলাকার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা সামছুল হক মাতুব্বরের সঙ্গে তার ছোট ভাই আজিজুল হক জুলহাসের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে শুক্রবার সকালে ছোট ভাই– বড় ভাই সামছুল হকের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার।