মাদারীপুরে গড়ে উঠছে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি

- আপডেট সময় : ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
প্রযুক্তির বিকেএসপি হিসেবে মাদারীপুরে গড়ে উঠছে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। চতুর্থ শিল্প বিল্পব মোকাবেলায় এখান থেকেই বিশ্ব বরেন্য প্রযুক্তিবিদ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২০ একর জমিতে গড়ে তোলা হবে ভিশন ২০৪১ নামক ৪১ তলা বিশিষ্ট টাওয়ার। বাকিটায় গড়ে উঠবে গবেষণার জন্য ইনষ্টিটিউট। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে ১৫শ কোটি টাকার প্রকল্পটির কাজ।
শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিতে ১ম শ্রেনী থেকে লেখাপড়ার সুযোগ থাকবে। তবে ষষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত থাকবে সাধারন শিক্ষার সাথে প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত শিক্ষা। গুরুত্ব দেয়া হবে বায়োটেকনলজি, ন্যানোটেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটিসহ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহনের বিষয় গুলো।গবেষনার সুযোগ পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা। প্রকল্পটি পদ্মা পাড়ে বাস্তবায়ন হওয়ায় সন্তুষ্ট স্থানীয় জনসাধারন।
প্রতিষ্ঠানটির গুরুত্ব তুলে ধরেন নীতি নির্ধারকরা। জানান এটি হবে প্রযুক্তির বিকেএসপি।
পদ্মা সেতুর বাস্তবায়নের ফলে এই প্রকল্প থেকে রাজধানী ঢাকার দূরত্ব সড়কপথে এক ঘন্টারও কম। ফলে ঢাকার শিক্ষার্থীরা সহজেই এর সাথে সম্পৃক্ত হতে পারবে।