মাদারীপুরে কলাচাষে ভাগ্য ফিরেছে অন্তত তিন হাজার চাষীর

- আপডেট সময় : ০৫:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাদারীপুরে অনাবাদি জমিতে কলাচাষ করে ভাগ্য ফিরেছে অন্তত তিন হাজার চাষীর। প্রতি হেক্টর জমিতে কলার ফলন হয়েছে ২৫ থেকে ৩০ টন। উৎপাদন খরচ বাদেই হেক্টর প্রতি লাভ হচ্ছে ৬০ হাজার টাকা। কৃষি বিভাগ বলছে, অনাবাদি জমির পরিমান শূর্ণ্যরে কোঠায় নামাতে কলাচাষে কৃষকদের আগ্রহী করতে দেয়া হচ্ছে পরামর্শ।
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে জেলার কয়েক হাজার কৃষক এবার কলাচাষ করছেন। প্রতিটি গাছে এখন সবরি, কবরি ও সাগরসহ বিভিন্ন প্রজাতির কলার দেখা মিলছে বাগানগুলোতে।
ভোর হলে এসব বাগানে শ্রমিক-মালিকদের ব্যস্ততা বেড়ে যায়। উচুঁ জমিতে বারোমাসই কলাচাষ হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে কলা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায়। এতে আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি ভাগ্য ফিরেছে অনেকের। এসব কাজে সহযোগিতা করছেন পরিবারের নারী সদস্যরা।
কলাচাষীদের পরামর্শ দেয়ার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনার কথা জানান জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। কলাচাষে প্রতি হেক্টর জমিতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা উৎপাদন খরচ হয়। আর প্রতি হেক্টরে লাভ হয় এক লাখ টাকা।