মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মাদারীপুরসহ শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণার পর শিবচর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে গেছে।
জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বের হতে দেয়া হচ্ছে না মানুষজনকে। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ করা হয়েছে। প্রশাসনের কঠোর হুশিয়ারিতে জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না জনসাধারণরা। উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তবে ঔষুধ, মুদিসহ জরুরী সেবা বাদে সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ রয়েছে। তবে করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন মাদারীপুরের শিবচরের স্থানীয় প্রশাসন। না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।