মাদারীপুরের রাজৈরে চলছে গনেশ পাগলের কুম্ভুমেলা

- আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে চলছে গনেশ পাগলের কুম্ভুমেলা। পূণ্য লাভের আশায় মেলায় ছুটে আসে দেশ-বিদেশের লাখো ভক্ত। করোনার কারণে, দু’বছর বন্ধ থাকলেও এবার মেলায় মানুষের সমাগম বেশি। তাদের পদচারণায় মুখর পুরো এলাকা। মেলাকে ঘিরে বসেছে হরেক রকমের পণ্যের পসরা। দর্শনার্থী ও ভক্তদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।
মাদারীপুরের রাজৈরের কদমবাড়িতে চলছে গনেশ পাগলের কুম্ভুমেলা। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মেলাকে ঘিরে দলে দলে জয় ডংকা ও বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে করে আসে মেলায়।
১৪০ বছর পূর্বে ভারতের কুম্ভমেলাকে অনুসরণে এ মেলার আয়োজন। সেই থেকে গনেশ পাগল সেবাশ্রমে জমজমাটভাবে হয়ে আসছে এ মেলা। পূর্ণ্য লাভের আশায় লাখো ভক্তের পদচারনায় মুখর মেলা প্রাঙ্গন।
মেলাকে ঘিরে মাঠজুড়ে বসেছে হরেক রকমের পণ্যের পসরা। সূলভে পাওয়া যাচ্ছে জিনিসপত্র। এতে খুশি ক্রেতারা। আর বিক্রি বাড়ায় খুশি বিক্রিতারা।
আয়োজক কমিটি জানায়, ক্রমেই মেলার জনপ্রিয়তা বাড়ছে। করোনায় দু’বছর বন্ধ থাকায় এবার লোক সমাগম বেশি।
মেলা শান্তিপূর্ণ করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর দেড় শতাধিক সদস্য।
আশ্রমের ভেতর ১০৮টি মন্দিরে একযোগে চলে পূজা-অর্জনা। গনেশ পাগলের কুম্ভুমেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভূটানের সাধুরাও অংশ নেন।