মাদারীপুরের দুটি স্থানে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলার দুটি স্থানে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গেলরাতে কালকিনির মিয়ারহাট এলাকায় মাহফুজা বেগম এবং শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি থেকে ইয়াসমিন বেগমের নামের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, কালকিনির মিয়ারহাট এলাকার ফেরদাউস হোসেনের স্ত্রী মাহফুজা বেগমের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে, জেলার শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে ইয়াসমিন বেগম নামের এক গৃহবধুকে ঘরের ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার